দীর্ঘ ৩৬ বছর পর আমাদের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে। নির্বাচনি পরিবেশ নিয়ে এখনো পর্যন্ত খুব একটা সমস্যা দেখছি না। তবে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনে বিভিন্নপন্থি শিক্ষক থাকায় আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। শিক্ষার্থীদের কাছ থেকে আমি আশাতীত সাড়া পাচ্ছি। এমনও অনেক কটেজে গেছি, যেখানে আসলে থাকার মতো পরিবেশ নেই। ছেলেরা বলতেছে, ভাই আপনার নামটা জানি, ভোট দেব আপনাকে, আপনি আসবেন এ আশায় ছিলাম। আসলে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমার এটা একটা বড় সমস্যা হইছে যে লিফলেট-বুকমার্কগুলো দেরিতে আসায় অনেক জায়গায় পৌঁছানো কঠিন হয়ে গেছে। তবে আমার বিশ্বাস, দেখা না পেলেও এমন অনেকেই আছেন যারা আমাকে ভালোবাসেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যায় ভুগছি বা আমার ইশতেহারে আমি যেগুলো রাখছি সবই গুরুত্বপূর্ণ। তবু বলব,...