গল্পটা ছবির বা স্থিরচিত্রের। যাতে লুকিয়ে আছে মূলত সিনেমার গল্প। যে সিনেমার পুরোটাজুড়েই বাংলাদেশ। কারণ ছবিতে দেখা যাওয়া মানুষগুলো ঢালিউড ইতিহাসের অন্যতম বার্তাবাহক। যারা প্রত্যেকেই এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বিএফডিসি, বাংলাদেশ তথা সিনেমা থেকে দূরে থেকেও তারা মনেপ্রাণে এখনও সিনেমাই ধারণ করছেন, তারই প্রতিচ্ছবি এই ছবি বা স্থিরচিত্র। যেখানে এক হয়েছেন ঢালিউডের নানা প্রজন্মের ৫ জন শিল্পী। যথাক্রমে আহমেদ শরীফ, আমিন খান, আলেকজান্ডার বো, জায়েদ খান ও মামনুন ইমন। সিনেমার বিবেচনায় চারজন নায়ক একজন খলনায়ক। তারা একফ্রেম হওয়ার উদ্যোগটি নেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বাংলা ট্রিবিউনকে যুক্তরাষ্ট্র থেকে বলেন, ‘নিউইয়র্কে বেলরোজ নামের একটা জায়গা আছে, সেখানেই আমরা এই আড্ডা জমিয়েছি। কিছুটা সময় আমরা স্মৃতিকাতর হয়েছি, আবেগে ভেসেছি। আমাদের পুরো আড্ডাজুড়ে ছিলো বাংলাদেশ ও সিনেমা।’...