সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সারজিস আলম বলেন, “এনসিপির শাপলা প্রতীকে কোনো আইনি বাধা নেই, তাই আমরা শাপলা প্রতীকেই আসন্ন নির্বাচনে অংশ নেব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি যে কোনো এলায়েন্সে যেতে পারে, তবে নিজস্ব প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।” তিনি আরও বলেন, “আমরা উচ্চ কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালুর পক্ষে। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষের পিআর ব্যবস্থার মাধ্যমে...