দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাসে। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ কছে উচ্ছ্বাস-উদ্দীপনা। তবে বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক থাকায় নির্বাচনে সবার অংশগ্রহণ নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার জাগো নিউজকে বলেন, আমাদের প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী হলে থাকেন। বাকিরা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকেন। তবে হিসাব করলে এই সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। এই অর্ধেকের বেশি সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীকে ভোটের দিনে ক্যাম্পাসে নিয়ে আসা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও অনেকের আশঙ্কা অনাবাসিক শিক্ষার্থীদের কম উপস্থিতি ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক একজন শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ফিক্সড ভোট...