রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ভোট গণনার পর থেকে সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সন্মেলনে রাকসুর সহকারী নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। ৫টার মধ্যেই আমরা গণনা শুরু করবো। এরপর থেকে সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে আশা করি নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবো। এ কাজে আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন ঘিরে প্রার্থীদের সমর্থন দিতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশাসনের সঙ্গে গতকালও আলোচনা করেছি। সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। এই বিশ্ববিদ্যালয়টা এই জনপদের অনেকের সঙ্গে...