সারাদেশে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির প্রতিবাদে বিভিন্ন সভা সেমিনারে ব্যতিক্রিম উদ্যোগ নেওয়া হয়। চাঁদাবাজের শনাক্ত করতে এবং চাঁদাবাজদের ধরিয়ে দিতে সবাইকে অনুরোধ জানানো হয়। শরীয়তুল্লাহ বাজারে এক সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন চাঁদাবাজ যেই হোক সে কোন দলের নয় সে একজন অপরাধী অতএব যেখানে চাঁদাবাজ দেখবেন আপনারা পুলিশে ধরিয়ে দেবেন। তিনি আরো বলেন, দেশের ভেতর ব্যাপক ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রটা হচ্ছে বিএনপির ভাবমূর্তি যেভাবেই হোক নষ্ট করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীদেরকে পরাজিত করার জন্য সঙ্ঘবদ্ধ একটি চক্র বিএনপির ভিতরে ঢুকে পড়েছে। এই চক্রটি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণরা চাঁদাবাজি শনাক্ত ও প্রতিহতকরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জেলা বিএনপি...