বরেণ্য নির্মাতা ও চিত্রনাট্যকার শাহনেওয়াজ কাকলী স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। মঙ্গলবার রাত ১২টার দিকে নিজের ফেসবুকে অনিমেষ লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী স্ট্রোক করেছে। বিপর্যস্ত! খুব স্বাভাবিক!’ পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, সহকর্মী ও ভক্তদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। অন্যদিকে পরিচালক চয়নিকা চৌধুরীও ফেসবুকে কাকলীর সুস্থতা কামনা করেছেন। তিনি লেখেন, ‘স্ট্রোক করে হাসপাতালে কাকলী। তোমার জন্য অনেক প্রার্থনা। সুস্থ হয়ে যাও। পোষ্য প্রাণিগুলো তোমার অপেক্ষায় আছে। বাসায় ফিরে এসো, অনেক আড্ডা হবে। এবার কথা দিলাম, সত্যিই তোমার বাসায় যাব।’ শাহনেওয়াজ কাকলীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চেষ্টা করেও তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া...