হজ-ওমরাহর ইহরামে পুরুষদের যেমন দুটি সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয়, নারীদের এ রকম বিশেষ ধরনের কোনো পোশাক নেই।নারীরা হজ-ওমরাহর ইহরামে নিজেদের স্বাভাবিক পোশাক পরিধান করবেন। সেলাই করা বোরকা, সেলাই করা কামিজ ও সালোয়ার পরতে পারবেন। পায়ে জুতা ও সেলাই করা মোজাও পরতে পারবেন।উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, নারীরা ইহরাম অবস্থায় নিজেদের রুচি অনুযায়ী পোশাক পরতে পারবেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১৪৪৩) তবে ইহরাম অবস্থায় নারীরা নেকাব বা হাতমোজা পরবেন না। ইহরাম অবস্থায় নারীদের মুখমণ্ডল ও হাতের কব্জি খোলা রাখতে হয়। ইহরাম অবস্থায় নারীদের বোরকা বা পোশাকের রঙ সাদা হওয়া জরুরি নয়। স্বাভাবিক সময়ের মতো কালো বা অন্য যে কোনো রঙের বোরকা বা পোশাক তারা পরিধান করতে পারেন। অন্যান্য সময়ের মতই ইহরামের সময় নারীদের পোশাক নির্বাচনে পর্দা রক্ষার বিষয়টি গুরুত্ব পাওয়া...