দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর ছবি ‘নীলচক্র’। গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠু খান পরিচালিত সিনেমাটি। তবে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি দেশে। এবার এ ছবির গন্তব্য উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৭ অক্টোবর দেশ দুটিতে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’, পরিবেশনায় বায়স্কোপ ফিল্মস। শুধু যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে মুক্তি পাচ্ছে এটি। এর বাইরে কানাডাতেও একাধিক শহরে মুক্তি পাবে। পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ মোট ২৪টি শহরে দেখা যাবে ছবিটি। এর আগে অর্ধশতাধিক বাংলা ছবি উত্তর আমেরিকায় মুক্তি দিয়েছে এ প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে বায়স্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা প্রথম লাস ভেগাসে ছবিটার প্রিভিউ করি। এবং এরপর থেকেই সিদ্ধান্ত নিই ছবিটি আমরা বিপণনের কাজ করবো। ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করা মন্দিরা...