নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম শাটল ট্রেনে চকসু নির্বাচনের ভোট দিতে ক্যাস্পাসে আসছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং পরবর্তীতে ফিরে যেতে পারেন সে কারণে সকাল সাড়ে ৭টা থেকে থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত ২২ বার যাতায়াত করছে শাটল ট্রেন।আরো পড়ুন:চাকসু জাতীয় নির্বাচনের জন্য রিহার্সেল: চবি উপাচার্যচাকসু নির্বাচনে উৎসবের আমেজ চাকসু জাতীয় নির্বাচনের জন্য রিহার্সেল: চবি উপাচার্য চাকসুর নির্বাচন কমিশনের প্রধান মনির উদ্দিন জানান, ক্যাম্পাসের বাইরে থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। শাটল ট্রেন ২২ বার যাতায়াত করছে। তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম...