দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। ভোটারদের সংখ্যাগত অনুপাত বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের ভোটে পুরুষ শিক্ষার্থীর সংখ্যাই বেশি—প্রায় ৬২ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার ২৮ হাজার ৯০১ জনের মধ্যে ১৭ হাজার ৫৯৫ জনই পুরুষ। এই সংখ্যাগত প্রাধান্যের কারণে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, এবারের রাকসু নির্বাচনে প্রার্থীরা মূলত পুরুষ ভোটারদের সমর্থন নিয়েই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যদিও নারী ভোটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ, তবে সংখ্যায় এগিয়ে থাকায় পুরুষ ভোটের ওপরই নির্ভর করছে ভিপি, জিএস, এজিএস-সহ শীর্ষ পদগুলোর প্রার্থীর ভাগ্য। কমিশন বলছে, এবারের রাকসু নির্বাচনে ২৩টি পদে লড়ছেন ২৪৭ জন। পদভিত্তিক প্রার্থীর সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে-...