নোবেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। যা প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য প্রদান করা হয়। ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (SEK) নির্ধারণ করা হয়েছে। বর্তমান রেট অনুযায়ী ১ সুইডিশ ক্রোনার দাম ১২ টাকা ৭৬ পয়সা করে ধরা হলে ১১ মিলিয়ন ক্রোনার দাম হবে ১৪ কোটি ৪ লাখ টাকার মতো। স্বর্ণপদক: ১৮ ক্যারেট সবুজ সোনায় তৈরি, ২৪ ক্যারেট সোনায় প্রলেপিত পদক। সনদপত্র: নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া একটি সম্মাননাপত্র। অর্থ পুরস্কার: উপর্যুক্ত ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা বিজয়ী এককভাবে বা একাধিক বিজয়ীর মধ্যে সমানভাবে...