ফিফার র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা দেশ সান মারিনো। শেষ ২০ বছরে তারা জিতেছে মোটে ২টি ম্যাচ, দুটোই লিখটেনস্টাইনের বিপক্ষে। উয়েফা নেশন্স লিগের ওই দুই জয় এখন সান মারিনোর সামনে খুলে দিতে পারে ২০২৬ বিশ্বকাপের দুয়ার! উয়েফার অদ্ভুত নিয়মের কারণে দলটির ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে আছে এখনও। মাত্র ৩৪ হাজার মানুষের এই পাহাড়ঘেরা ছোট দেশটি এখন পর্যন্ত তাদের সাতটি বাছাই ম্যাচের সবকটিতেই হেরেছে। গোল করেছে মাত্র একটি, হজম করেছে ৩২টি। তবুও ইউরোপীয় নেশনস লিগের জটিল নিয়মের কারণে তাদের সামনে এখনো ক্ষীণ সুযোগ রয়ে গেছে। সান মারিনো ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ২১৯ ম্যাচ খেলেছে। জিতেছে মাত্র তিনটি। এর মধ্যে শেষ ২০ বছরে এসেছে ২টি জয়। সান মারিনোর তিন জয়ের সবকটিই এসেছে প্রতিবেশী লিখটেনস্টাইনের বিপক্ষে, যারা নিজেরাও একটি ছোট দেশ।...