টাইফয়েড, নিউমোনিয়া, আমাশয়, জন্ডিস ও কৃমির মতো ৫টি সংক্রামক রোগ থেকে বাঁচার জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে হাত ধোয়ার অভ্যাস কাজ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এমন একটি হাদিস মানুষের জানা। বিজ্ঞানও তাই বলছে। পরিচ্ছন্নতা মানুষকে সুস্থ রাখে। উৎফুল্ল রাখে। রোগবালাই থেকে মুক্ত রাখে। মানবদেহের মধ্যে হাতের পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো জীবাণুর বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ হাত ধোয়া এবং মাস্ক পরার ব্যাপারে বেশি সজাগ হয় করোনাকালে। তখন বলা হতো বাইরে থেকে ঘরে প্রবেশের পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। মানুষ তখন বাধ্য হয়ে হলেও তা করেছে। কিন্তু যেই না করোনা চলে গেল, মানুষ ফিরে গেল পুরোনো অভ্যাসে। অথচ এটি জারি রাখা খুবই আবশ্যক। বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাত ধোয়ার অভ্যাসের কারণে ২৫ থেকে ৩০ শতাংশ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য...