লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে গোল উৎসবে জিতেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। যার মধ্যে দুটি অ্যাসিস্ট করেছেন মেসি। শুরুর পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি সোমবার শিকাগোতে হওয়ার কথা ছিল। আয়োজকদের ব্যাখ্যায় কম টিকিট বিক্রি বা শহরে অভিবাসন–সংক্রান্ত তৎপরতা বৃদ্ধির কারণে সেটি সরিয়ে আনা হয় মায়ামিতে। নিজের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠে খেলতে নেমে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। তার নিখুঁত লব পাস থেকে গনজালো মনতিয়েল করেন দলের দ্বিতীয় গোল। এরপর ৮৩ মিনিটে দারুণ এক ব্যাক-পাসে লাউতারো মার্টিনেসকে তার জোড়া গোল পূরণের সুযোগ করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৪ মিনিটে শুরুর গোলটি করেছিলেন ম্যাক অ্যালিস্টার। দলের হয়ে তিনিও জোড়া গোল করেছেন। আর একটি আত্মঘাতী গোল আসে পুয়ের্তো রিকোর ভুলে। ম্যাচটা ছিল পুরোপুরি একপেশে। মায়ামিতেই...