দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। এরপর ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। থ্রিলারে পরিণত হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৩ উইকেটে। শেষ দিকে জমে ওঠা ম্যাচে বাংলাদেশ বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়েছে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভিন্ন কিছু হলেও হতে পারতো। ৪৮.৫ ওভারেই যেমন নাদিন ডি ক্লার্কের ক্যাচ মিস করেন স্বর্ণা। তখনও জয়ের জন্য প্রয়োজন ৯ রান। সেই ক্যাচ মিস করার...