১৫ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি অভিযোগ করেছে, প্রশাসন এবং নির্বাচন কমিশনের একটি প্রভাবশালী অংশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত, যা সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। বিএনপির নেতাদের আশঙ্কা, জামায়াতপন্থী এসব কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনের সময় ভোটে কারচুপি বা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি শিগগিরই প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে দলীয় উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরবে। বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে জানান, "বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে আমরা আশঙ্কা করছি...