চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টার মাথায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। তবে তারা কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠন বা প্যানেলকে অভিযুক্ত করেনি। ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমরা লক্ষ্য করেছি কিছু মানুষ ক্যাম্পাসে ঘুরছে, যাদের আমরা স্পষ্ট চিনি—তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। কার্ড ছাড়া কেউ যেন ক্যাম্পাসে ঢুকতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।” তিনি আরও বলেন, “সকল প্রার্থী ও ভোটারের পরিচয়পত্র আছে। পর্যবেক্ষকদেরও আইডি কার্ড দেওয়া হয়েছে। অথচ কিছু লোককে দেখা যাচ্ছে কোনো কার্ড ছাড়াই চলাফেরা করতে। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।” নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে রনি বলেন, “নিরাপত্তা বাহিনী চেষ্টা করছে বহিরাগতদের প্রবেশ রোধে। তবে প্রশাসনকে নিশ্চিত করতে হবে যেন শিক্ষক, কর্মচারী...