চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটারদের আঙুলে দেওয়া কালি সহজেই মুছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) সকালসোয়া১০টার দিকে এক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে যে কালি দেওয়া হচ্ছে, তা মুছে যাচ্ছে। অথচ কথা ছিল এই কালি অমোচনীয় হবে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি।’ এ বিষয়ে ভোটার ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, ‘আমি ভোট দিয়েছি—এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। কারণ, একটু ঘষলেই হাতে দেওয়া কালি উঠে যাচ্ছে।’আরও পড়ুনআরও পড়ুনচাকসু নির্বাচনে সিলবিহীন ব্যালটসহ গুরুতর অনিয়মের অভিযোগ দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন।...