চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে সিলবিহীন ব্যালট পাওয়ার ঘটনাও জানা গেছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের কয়েকটি ভোটকক্ষে এ অনিয়মের অভিযোগ ওঠে। সরেজমিনে সমাজবিজ্ঞান অনুষদের ৪০১ ও ৪০২ নম্বর কক্ষ এবং কলা ভবনের ৩১২৪ নম্বর কক্ষে দেখা যায়, ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি ঘষে ফেলতেই উঠে যাচ্ছে। ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শাফায়াত হোসেন বলেনভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেওয়া হচ্ছে তা এক ঘষাতেই উঠে যাচ্ছে। দ্রোহ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী রিজু লক্ষী অবরোধ ও জিএস প্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ ইমুও একই অভিযোগ করেন। তারা বলেন, যে কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি কোনো কেন্দ্রে অমোছনীয়...