কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের কমিটির প্রতিবেদন জমার সময় আরও দশ কর্মদিবস বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনকে আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদারকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন জানান, ছাত্রসংসদের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য সাত কর্মদিবস যথেষ্ট নয়। আমরা চার দিন ধরে কর্মশালার মতো বৈঠকে বসেছি। একজন আইনজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য আইন...