আবারও ফুটবল বিশ্বে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের হয়ে জোড়া গোল করে তিনি। সে সঙ্গে হয়ে গেলেন বিশ্বকাপ বাছাইপর্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে জিততে পারেনি পর্তুগিজরা। ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচে জোড়া গোল করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। তিনি গুয়াতেমালার সাবেক খেলোয়াড় কার্লোস রুইজের ৪০ গোলের রেকর্ড ভেঙে এখন ৫০টি বাছাইপর্বের ম্যাচে ৪১ গোল নিয়ে সবার শীর্ষে অবস্থান করছেন। লিসবনের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শুরুতেই ৮ম মিনিটে আতিলা সালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে তাদের সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। রোনালদো প্রথমে ৪০তম গোল করে গুয়াতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের রেকর্ড স্পর্শ করেন। এরপর আরেকটি গোল করে একাই সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখান ইতিহাসে — এখন তার বিশ্বকাপ বাছাইপর্বে...