শুরুতেই কবি শঙ্খ ঘোষের সেই বিখ্যাত উচ্চারণই মনে আসে কবি হাসান হাফিজ ও তাঁর কবিতার কথা ভাবতে গিয়ে। ‘প্রতিটি মুহূর্তে তুমি কবি’--এই শঙ্খবাচনের অন্বিষ্ট ও অনুষঙ্গ আলাদা। তবু হাসান হাফিজের দীর্ঘ কবিজীবন ও অজস্র ধারায় উৎসারিত কবিতার পরে কবিতা নিয়ে ভাবছি যখন, অবধারিতভাবেই মনের অতল থেকে উঠে এলো ওই প্রাজ্ঞোক্তি। অতিপ্রজ তিনি; জাগ্রত মুহূর্তগুলোকে নিংড়ে নিতে নিতে এদের দিয়েছেন কবিতার পদবি। কবিতা তাঁর কাছে বিশিষ্ট অর্থে সাংবাদিকতা--ব্যক্তিসত্তাকে সমষ্টিসত্তার সঙ্গে মেলাতে মেলাতে সময়ের প্রকৃত চিহ্নায়ক খুঁজে নিতে তৎপর থাকেন তিনি। সব ক্ষেত্রে তিনি সফল নন হয়তো; কিন্তু এ কথা তো স্বীকার করে নিতেই হয় যে হাসান হাফিজ অদ্বিতীয় সময়প্রহরী। প্রেম ও দ্রোহ, স্বপ্ন ও যুদ্ধ, স্বপ্নভঙ্গজনিত দহন এবং দহনকে মেনে নিয়েই যাত্রার নিরবচ্ছিন্নতা : ইতিহাসের এই বহুকৌণিক ও উচ্চাবচ প্রয়াণকে যেন...