বাংলাদেশকে ২০০ রানে হারানোর ম্যাচে আফগানিস্তানের সেরা পারফর্মার হয়েছেন বিলাল সামি। ২১ বছর বয়সী এই ডানহাতি পেসার চলতি মাসের ৪ তারিখে নিজের বিয়ের খবর প্রকাশ করেন। তখনো জানতেন না- ওয়ানডে দলে ডাক পাবেন। দুই দিন পর দলে ডাক পেলেও প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ হয়নি। শেষ ম্যাচে সুযোগ পেয়ে দারুণভাবে প্রমাণ করলেন নিজেকে। গতকাল আবুধাবিতে আফগানদের সামনে মাত্র ৯৩ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। বলা ভালো- বিয়ের দুই দিন পর নববধু রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া সামির সামনে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৭.১ ওভার বল করে মাত্র ৩৩ রানে ৭ উইকেট নিয়েছেন এই পেসার, যা ‘লিস্ট এ’ ক্রিকেটে তার সেরা বোলিং। তিনি আউট করেছেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদকে। ২০২৪ সালে...