ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা এখন দেশজুড়ে কর্মবিরতিতে গড়িয়েছে। একইসঙ্গে রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ গঠনের খসড়া কাঠামো নিয়ে শিক্ষকদের ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। শিক্ষকরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর পরিবর্তন এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসকের পদত্যাগের দাবি জানিয়েছেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিপক্ষে অবস্থান নিয়ে কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরাও পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন। এমন পরিস্থিতিতে সাত কলেজের শিক্ষা ও প্রশাসনিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। ঘটনার সূত্রপাত হয়েছে সাত কলেজ শিক্ষার্থীদের ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার (১৩ অক্টোবর) সাত কলেজের স্নাতক শিক্ষার্থীরা ঢাকা কলেজ প্রাঙ্গণে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময়...