মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিভলেও আজও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যা এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার ফাইটারদের। ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাসও বের হচ্ছে। এমন পরিস্থিরর মধ্যেই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। তাদের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করে মাইকিং করছেন। সবাইকে ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। যে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদিকে শাহআলম কেমিক্যালের গোডাউন থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় পাশের (দুই বিল্ডিং পরে) রাইজিং গ্রুপ নামের একটি গার্মেন্টসের কর্মীরাও কাজ করতে এলে অসুস্থ হয়ে পড়েন। রাইজিং গ্রুপ নামের গার্মেন্টসের এক কর্মী মো. মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সকাল ৮টার আগেই অফিসে আসি, সবাই আসে। তখন অফিসের ফ্যান, এডজাস্ট ফ্যান চালু করলে ওই ধোঁয়া আমাদের অফিসে চলে...