আফগানিস্তান বিপক্ষে সিরিজের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজের আফগানদের ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজে নিজেরেই হোয়াইটওয়া হয়েছেন মেহেদী হাসান মিরাজরা। এরমধ্যে গতকাল হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল আরও বেহাল। আগে ব্যাটিং করে করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তুলেছিল আফগানিস্তান। রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইনিংসের ২৭.১ ওভারের মধ্যে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার আগে তুলতে পারে মোটে ৯৩ রান। এক সাইফ হাসান ছাড়া ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে ২০০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দাবি করেছেন, যতটা খারাপ খেলেছে, বাংলাদেশ আসলে এত খারাপ দল নয়। মিরাজ বলেছেন, ‘আসলে আমরা এত খারাপ দলও না, যতটা খারাপ খেলছি। এখানে...