রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির একশ ৪৪ হার্টজ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে। ফ্রন্ট ও রিয়ার দুইটি ক্যামেরাতেই ৬০ এফপিএস ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। ১৫ সিরিজে আইপি৬৯ রেটিং ব্যবহার করেছে ব্রান্ডটি, যা পানি ও ধুলাবালি প্রতিরোধে কার্যকর। রিয়েলমি ১৫ প্রো ডিভাইসটিতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকটর ব্যবহার করেছে কোম্পানিটি। এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার হয়েছে, আর রিয়েলমি ১৫-তে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট। গেইমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য এসব ফোনে সাত হাজার বর্গমিলিমিটার ভিসি কুলিং সিস্টেম রয়েছে। রিয়েলমি ১৫টি ডিভাইসে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এসে ডাইমেনসিটি ছয় হাজার চারশ ম্যাক্স ফাইভজি চিপসেট ব্যবহার করেছে ব্রান্ডটি। বেশকিছু রঙের ভ্যারিয়েন্টে এসেছে রিয়েলমির এই তিনটি ফোন। ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিনের...