অন্দরমহল থেকে শুরু করে কর্মক্ষেত্র, উন্নয়ন সর্বত্রই নারীদের শ্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশে নারী ও পুরুষের অনুপাতে নারীর সংখ্যাও বেশি। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষিতে তাদের অবদান অনস্বীকার্য। গৃহকোণ বা কৃষি, গ্রামীণ অর্থনীতির সর্বত্র নারীদের বিশেষ ভূমিকা থাকলেও তারা অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত। খেতে বীজ বোনা, নিড়ানি দেওয়া থেকে শুরু করে ফলস কাটা, মাড়াই-ঝাড়াই এবং ফসল ঘরে তোলার সময় পুরুষদের পাশাপাশি নারীও অমানবিক পরিশ্রম করেন। তবে নারীর কৃষিভিত্তিক শ্রমের কোনো স্বীকৃতি নেই। জমিতে নেই তাদের কোনো মালিকানার অধিকার। সব ক্ষেত্রে এভাবে বঞ্চনার মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও ১৫ অক্টোবর ‘বিশ্ব গ্রামীণ নারী দিবস’ পালিত হচ্ছে। প্রতিবছরই পঞ্জিকা ধরে দিবসটি আসে, চলেও যায়। এ দিবস উপলক্ষ্যে সভা-সেমিনারে গ্রামীণ নারীদের উন্নয়নে নানা আঙ্গিকে আলোচনাও হয়। তারপর যেমন চলার, তেমনই চলে। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়...