ফাহমিদুর রহমান ফাহিম, রাবি ||রাইজিংবিডি.কম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায়। প্রায় ২০ দিনের প্রচার শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তা রক্ষায় ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণের দিন এবং তার আগের ও পরের দিন বহিরাগতদের প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। ভোট দেবেন যেভাবেভোট দেওয়া ও ফলাফল তৈরির প্রক্রিয়া, নির্বাচনি আচরণবিধি, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দের সঙ্গে কথা বলেছেন রাইজিংবিডি ডটকমের এ প্রতিবেদক। অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ঢুকে পোলিং...