ফিফায় বাংলাদেশ যোগ দিয়েছিল সেই ১৯৭৪ সালে। কেপ ভার্দে তখনও স্বাধীনতাই লাভ করেনি। করেছে এর পরের বছর, ১৯৭৫ সালে। ফিফায় যোগ দিয়েছে আরও ১১ বছর পর। প্রায় ৬ লাখ মানুষের সেই আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি এবার খেলবে বিশ্বকাপে। সোমবার এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। তার ফলে একটা ছোট রেকর্ডও হয়ে গেছে তাদের। সেনেগাল উপকূলের কাছে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষের এই দেশটি এখন বিশ্বকাপে জায়গা করে নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ। এর আগে আইসল্যান্ড ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়ে ছিল, যার জনসংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজারের কিছু বেশি। এই জয়ে কেপ ভার্দে আফ্রিকা অঞ্চলের ‘ডি’ গ্রুপে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে। তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনের পয়েন্ট ১৯। ক্যামেরুন নিজেদের শেষ ম্যাচে ঘরের...