বিনোদন ডেস্ক: দেশের ফ্যাশন ও মডেলিং জগতের রাজপুত্র আদিল হোসেন নোবেল। কেবল মডেলিং নয়, অভিনয় জগতেও স্বল্প পরিসরে রেখেছেন প্রতিভার ছাপ। সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি তার সমসাময়িক, প্রয়াত সুপারস্টার সালমান শাহ এবং তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে অকপটে কথা বলেছেন। জানা যায়, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় ঝড় তুলেছিলেন সালমান শাহ ও মৌসুমী জুটি। এই ছবিটির মাধ্যমেই তাদের অভিষেক হয়। তবে অনেকেরই অজানা, এই সিনেমাটিতে প্রথমে নোবেলের অভিনয় করার কথা ছিল। উপস্থাপক প্রশ্ন করেন, আপনার সমসাময়িক সালমান শাহের কথাই যদি আমি ধরি। তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ তো আপনারই করবার কথা ছিল। যখন দেখলেন যে তিনি সফল হয়েছেন,...