শিক্ষকদের অনেকেই শহীদ মিনারে রাতযাপন করেছেন। আন্দোলনকারীদের একাংশ জানাচ্ছেন, তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবেন না। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আজকের শাহবাগ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকাল দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক-কর্মচারীরা এতে যোগ দেবেন। বিজয় আমাদের সুনিশ্চিত। এর আগে সোমবার শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন না আসায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে। শিক্ষকরা জানান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। রাজধানীসহ সারাদেশের বিদ্যালয়ে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা...