ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, “আমরা আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এখনই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার।” বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ৪০ জন শিক্ষার্থী ও স্টাফের মৃত্যু স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, “আমাদের জীবনের মূল্য দিতে হবে। চল্লিশটি জীবনের মূল্য যদি আমরা এখনও দিতে না পারি, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীলরা এখানে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, যে সব ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের নিরাপত্তা এখনই নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের ৮ শত কোটি টাকার বাজেট দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা উচিত।” সভায় তিনি আরও বলেন, “কোনো দুর্ঘটনায় মানুষের প্রাণহানি পৃথিবীর...