নিজস্ব প্রতিবেদক: ক্যামেরার কাজ সাধারণত সীমাবদ্ধ থাকে সুন্দর মুহূর্তগুলো বন্দি করার মধ্যে। কিন্তু আধুনিক প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এখন এমন এক ক্যামেরা তৈরি হয়েছে, যা শুধু ছবি তোলে না, বরং মানুষের মতো চিন্তা-ভাবনা করতে সক্ষম। চীনের বিজ্ঞানীরা এই অসাধারণ প্রযুক্তি বাস্তবে প্রয়োগ করেছেন। তারা তৈরি করেছেন ‘ব্রেইন ইন্সপায়ার্ড ভিশন চিপ’ (Brain-Inspired Vision Chip) নামে এক অনন্য চিপ, যা মেশিনকে কেবল দেখতে শেখায় না, একই সঙ্গে বোঝতেও সক্ষম করে। এই চিপ মানুষের চোখ ও মস্তিষ্কের সমন্বয়ে কাজ করে, যেখানে চোখ চারপাশ দেখে এবং মস্তিষ্ক সেই দৃশ্যের অর্থ বুঝে। ক্যামেরায় কোনো দৃশ্য ধরা পড়লেই চিপটি তা বিশ্লেষণ করে সেটি গাছ, গাড়ি, মানুষ কিংবা রোবট কিনা এবং তা চলমান না স্থির—সব তথ্য সনাক্ত করে। এই চিপের কর্মক্ষমতা মানুষের চোখের চেয়ে অনেক দ্রুত। এক...