হাবিব ওয়াহিদ খুব অল্প সময়ের মধ্যেই দেশের সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে গানের ভুবনে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। আজ (১৫ অক্টোবর) তার জন্মদিন। তিনি লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ প্রকাশ করেছিলেন ২০০৩ সালে। এটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। এরপর একের পর অ্যালবাম ও সিনেমার গান গেয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তবে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় কোথায় যেন তাল কেটেছিল। দীর্ঘদিন ধরে হাবিবের কোনো গান শ্রোতাদের মাঝে আলোড়ন তৈরি করতে পারেনি। এ নিয়ে হাবিবের অনুরাগীদের মধ্যে কিছু হতাশা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন, ‘হাবিব বুঝি গানের ভুবন থেকে হারিয়ে যাচ্ছেন।’ তবে হাবিব সম্প্রতি জানান দিলেন, তিনি হারিয়ে যাননি। এখনো তিনি চাইলে যে কোনো সময় আপন আলোয় জ্বলে উঠতে পারেন। এর প্রমাণ তিনি রেখেছেন সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মহাজাদু’ শিরোনামের গান দিয়ে। এ...