বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা এক সমাবেশে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, সরকারের সঙ্গে আমাদের আর কোনো আপস নেই। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। অনেক সময় দিয়েছি, আর নয়। আমাদের দাবি মানা না হলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করে দেব। একই সঙ্গে দেশের সব জায়গায় আমাদের শিক্ষকরা রাস্তায় নেমে আসবে। এর দায় আমাদের নয়। আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার...