আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আরও একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন। আজ পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয়ে দুটি অ্যাসিস্ট করে তিনি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট (গোল করানো) করা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এই ম্যাচে দুটি অ্যাসিস্টের মাধ্যমে মেসির আন্তর্জাতিক অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো ৬০-এ। এর মাধ্যমে তিনি ৫৮টি করে অ্যাসিস্ট করা নেইমার এবং ল্যান্ডন ডোনাভানকে ছাড়িয়ে গেলেন। এই অর্জনের ফলে, নিজের পেশাদার ক্যারিয়ারে ৪০০ অ্যাসিস্টের মাইলফলক থেকে মাত্র তিনটি অ্যাসিস্ট দূরে রইলেন মেসি। যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে (মেসির ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ) আর্জেন্টিনা এক দাপুটে জয় তুলে নেয়। এই ম্যাচে অধিনায়ক মেসি নিজে কোনো গোল না করলেও, আলেক্সিস মাক আলিস্তার এবং লাউতারো মার্তিনেসকে দিয়ে গোল করান। ম্যাচে এই দুজনই দুটি করে গোল করেন এবং...