নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা অভ্যুত্থানের উসকানি দিচ্ছেন এবং এসব বক্তব্য আওয়ামী লীগ পরিচালিত পেজ ও গ্রুপগুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীরা জামায়াতপন্থী এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক সময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন। একইসঙ্গে তিনি আইনের পরিবর্তনকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, বিচার চলমান থাকা অবস্থায় আইন সংশোধন বেআইনি। সশস্ত্র বাহিনী সম্পর্কেও তিনি বক্তব্য দেন, যেখানে দাবি করা হয়, তাদের জন্য আলাদা আইন রয়েছে এবং বিচারের ক্ষেত্রে সেনা আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। এর প্রেক্ষিতে ভিডিওতে ২০১৪ সালের নারায়ণগঞ্জের...