জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। ওপার বাংলার সিনেমায় অভিনয় করেও নিজেকে প্রমাণ করেছেন। খানিকটা বিরতির পর ফের ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ‘শিকড়’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্পের সংমিশ্রণে নির্মিত হচ্ছে সিনেমাটি। বর্তমানে বোলপুরে শুটিং চলছে, এতে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী।আরো পড়ুন:বাংলা সিনেমায় বাঙালিয়ানা কোথায়, প্রশ্ন রঞ্জিত মল্লিকেরঅসম বিয়ে: ভাঙা সংসার জোড়া লাগল সুদীপ-পৃথার বাংলা সিনেমায় বাঙালিয়ানা কোথায়, প্রশ্ন রঞ্জিত মল্লিকের কবিগুরুর মাটিতে প্রথমবার গিয়েছেন চঞ্চল; তাই খানিকটা আবেগাপ্লুত। এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, “স্বপ্নের মতো লাগছে। কতবার এই জায়গা আমাকে টেনেছে; আসা হয়নি। বেশ অনেক দিন শুটিং করছি। এখনো ঘুরে দেখা হয়নি। তবে পরিকল্পনা আছে বেশ কিছু জায়গায় যাওয়ার। রবীন্দ্রনাথ তো প্রাণের ঠাকুর। তার মাটিতে এসে ঘুরে না দেখলে চলে?” এ...