ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মিছিল এবং পুলিশের সাথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই মঙ্গলবার রাতে মাতেও রেতেগির জোড়া গোল এবং জিয়ানলুকা মানচিনির শেষ মুহূর্তের গোলে ইসরায়েলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইতালি। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ পর্বে খেলা অন্তত নিশ্চিত করলো আজ্জুরিরা। টানা দুই বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালি এবারও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। গ্রুপ 'আই'-এ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে, অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। এই জয়ে ইতালির পয়েন্ট ইসরায়েলের চেয়ে ৬ বেশি এবং ইসরায়েলের মাত্র একটি ম্যাচ বাকি থাকায় তারা ইতালিকে টপকে যেতে পারবে না। আগামী ১৩ নভেম্বর ইতালি মলদোভার বিপক্ষে মাঠে নামবে এবং এর তিন দিন পর নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে, যা...