আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ। একটি ম্যাচেও তারা ৫০ ওভার ব্যাট করতে পারেনি। গতকাল আবুধাবিতে শেষ ম্যাচে ৯৩ রানে অল-আউট হয়েছে হেরেছে ২০০ রানের বিশাল ব্যবধানে! এরপরও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দাবি করেছেন- তারা এতটা খারাপ দল না। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার, সেই জায়গাটা উন্নতি করছি না। আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। অবশ্যই ঘাটতি আছে। আর ঘাটতি না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না। তবে দিনশেষে আমাদের যারা ব্যাটসম্যান আছে, তাদেরকে নিয়েই এগোতে হবে।’ এ বছর ৮ ওয়ানডে খেলে ৭টি হেরে যাওয়ার পরও মিরাজ দাবি করেন- বাংলাদেশ এত খারাপ...