মাঠে ফেরার জন্য লিটন দাসের অপেক্ষা আরো লম্বা হচ্ছে। এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচ মিসের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করবেন তিনি। তাকে টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার প্রত্যাশায় টিম ম্যানেজমেন্ট। পুনর্বাসনপ্রক্রিয়ার মাধ্যমে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।গতকাল লিটনের একটি এমআরআই করানো হয়েছে। আজকে সেই পরীক্ষার ফল পাবে বিসিবির মেডিকেল বিভাগ। কিছুটা উন্নতি হলেও লিটন এখনো ব্যাটিং শুরু করেননি। তাই তাকে ছাড়াই নির্বাচক প্যানেল দল গুছিয়েছে। লিটনকে নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছিলেন, “সাইড স্ট্রেইনের কারণে সে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনি। এমআরআই স্ক্যানে...