তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা, র পর ফল ঘোষণা। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন, এটি কেবল ভোট নয় চবির গণতান্ত্রচর্চার নতুন সূচনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। পাশাপাশি ১৪টি হল ও একটি হোস্টেলে লড়ছেন আরও ৪৯৩ জন। সব মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ৯০৮ জন, যার মধ্যে নারী প্রার্থী ৪৭। ভোট দিচ্ছেন ২৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থী। পাঁচটি অনুষদের ভবনে মোট ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে ৬০টি ভোটকক্ষ ও ৬৮৯টি বুথ স্থাপন করা হয়েছে। প্রকৌশল অনুষদ ভবনে সোহরাওয়ার্দী হলের ৪০৩৬ জন, কলা...