ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। এবার সুযোগ ছিল, তাই খেলেও ফেললেন পুয়ের্তো রিকোর বিপক্ষে। ক্যারিবিয়ান দ্বীপদেশটির বিপক্ষে মেসি দুর্দান্ত পারফরম্যান্সে দেখালেন। মঙ্গলবার রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনাও পুয়ের্তো রিকোকে গোলের মালা পরিয়ে জয় পেলো ৬-০ ব্যবধানে। এই ম্যাচটি মূলত সোমবার শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কম টিকিট বিক্রি এবং স্থানীয় প্রশাসনের অভিবাসন অভিযানকে কেন্দ্র করে শেষ মুহূর্তে ম্যাচটি সরিয়ে ফোর্ট লডারডেলে নিয়ে আসা হয়। এই ম্যাচটি ছিল ফিফা র্যাংকিংয়ের ৩ নম্বর দল আর্জেন্টিনার সঙ্গে ১৫৫ নম্বর পুয়ের্তো রিকোর এক অদ্ভুত লড়াই। পুয়ের্তো রিকো দলে বেশ কয়েকজন কলেজ খেলোয়াড়ও ছিলেন। ভিলোনোভার গোলরক্ষক সেবাস্তিয়ান কাটলার দ্বিতীয়ার্ধে মেসির একটি হেড ও ৭৪তম মিনিটে তার ১৫ গজের শট রুখে দেয়াসহ কয়েকটি...