চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেছেন, অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন—অমোচনীয় কালি ব্যবহারের কথা থাকলেও ভোট প্রদানের পর আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে।বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে ভোট দিতে এসে এ কথা জানান তিনি।হৃদয় বলেন, আমাদের কাছে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন-—ভোট দেওয়ার পর আঙুলে দেওয়া কালি কিছুক্ষণ পরই মুছে যাচ্ছে। নতুন কলা অনুষদের কয়েকজন ভোটারও এ অভিযোগ করেছেন। আমরা তাদের বিষয়টি ভিডিও করে রাখার পরামর্শ দিয়েছি এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করব।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।‘নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে’নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার ও পদসংখ্যা...