ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলতে নেমেছে তাদের থেকে র্যাঙ্কিংয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর বিপক্ষে। ফলাফলটা তাই অনুমেয় ছিল। বাস্তবেও তাদের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মেতেছে লিওনেল স্কালোনির দল। সর্বশেষ প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার দলের সেরা তারকা লিওনেল মেসি ছিলেন না। এই ম্যচে ফিরেই আবার নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন। ফিফা র্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ১৫৫তম পুয়ের্তো রিকোর বিপক্ষে। মেসির ঘরের মাঠ মায়ামির চেজ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে একতরফা দাপটে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে দুটি গোল করিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে (৫৯) পেছনে ফেলে নতুন একটি রেকর্ডে নাম লেখান মেসি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬০টি গোল বানানোর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন নেইমারকে। ম্যাচের ২২ মিনিটে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে...