পরীক্ষাগারে ভ্রূণসদৃশ বা মানুষের ভ্রূণের প্রাথমিক অবস্থার মতো গঠন তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নিজেরাই মানব রক্তকণিকা তৈরি করেছে বলে দাবি তাদের। এ আবিষ্কারের ফলে ভবিষ্যতে রক্ত তৈরি, অঙ্গ প্রতিস্থাপন বা কোষ পুনর্গঠনের মতো চিকিৎসায় নতুন পথ খুলে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান। গবেষকরা বলছেন, পরীক্ষাগারে রক্তের স্টেম সেল বা মূল কোষ তৈরির সক্ষমতার ফলে ভবিষ্যতে এমন রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হতে পারে যাদের অস্থিমজ্জা প্রতিস্থাপন দরকার এবং এমনটি করা যাবে তাদের নিজস্ব কোষ ব্যবহার করেই। এ অগ্রগতির ফলে বিজ্ঞান এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে ডিম্বাণু বা শুক্রাণু ছাড়াই স্টেম সেল থেকে ভ্রূণসদৃশ মডেল তৈরি করা সম্ভব। মানুষের ভ্রূণ কীভাবে গঠিত হয় ও বিকাশের একেবারে প্রাথমিক বিভিন্ন ধাপ বোঝার নতুন সুযোগ তৈরি করেছে এ গবেষণা। ‘ইউনিভার্সিটি অফ...