চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই শত শত শিক্ষার্থী শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে আসছেন। ভোটারদের নির্বিঘ্নে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ জোড়া শাটল ট্রেন ও ১৫ জোড়া বাসের বিশেষ ব্যবস্থা করেছে। চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী থাকেন বিশ্ববিদ্যালয়ের বাইরে, চট্টগ্রাম নগরীতে। এ বিষয়টি বিবেচনায় রেখে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ট্রেন ও বাস চালানো হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রথম বিশেষ শাটল ট্রেন হাজারো শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে পৌঁছে। এরপর সকাল ৮টায় একটি, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে ৯টায় একটি এবং সকাল সোয়া ১০টায় আরেকটি ট্রেন শিক্ষার্থীদের...