অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে নিজেদের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৭ নভেম্বর বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।আগামী বিপিএলে পাঁচ থেকে ছয়টি দল অংশ নেবে—এমন হিসেব করেই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আয়োজকরা। খুব দ্রুতই ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানও চূড়ান্ত করবে বোর্ড। বিপিএলে প্রথমবারের মতো ভেন্যু বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এরই মধ্যে রাজশাহী ও বরিশাল বিভাগের দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছে ফ্যাসিলিটিজ বিভাগ। সবকিছু ঠিক থাকলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি আসন্ন আসরেই নতুন ভেন্যু দেখা যেতে পারে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।এবার...